দুমকিতে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

| আপডেট :  ২৭ মার্চ ২০২২, ০৮:২৩  | প্রকাশিত :  ২৭ মার্চ ২০২২, ০৮:২৩

জুবায়ের ইসলাম,দুমকি (পটুয়াখালী ) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত জাগ্রত তারুণ্য টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২৭ মার্চ বেলা ২ টায় সরকারী জনতা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ফাইনাল খেলায় মৃধা ওয়ারিয়র্স বনাম এস.এস.সি.-২০১৯ এর অংশগ্রহণে মৃধা ওয়ারিয়ার্স বিজয়ের গৌরব অর্জন করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। শিবলী নোমান সিজার এর নান্দনিক ধারাভাষ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামপুর ইউপি সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম মৃধা,শ্রীরামপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নাসির উদ্দিন মৃধা,উপজেলা ক্রীড়া

সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত সম্পাদক মোঃ আবুল হোসেন, যুগ্ম সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ মৃধা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ক্রীড়ামোদী ব্যক্তিবর্গসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যে উক্ত টুর্নামেন্টে মোট ২৬ টি দল অংশগ্রহণ করে ২ টি দল ফাইনাল খেলায় অংশগ্রহণের সুযোগ লাভ করে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত