পবিপ্রবি শিক্ষক সমিতির নতুন সভাপতি জেহাদ পারভেজ, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ খান

| আপডেট :  ২৮ মার্চ ২০২২, ১২:০১  | প্রকাশিত :  ২৮ মার্চ ২০২২, ১২:০১

জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ মার্চ) সকাল ১০টায় কৃষি সেমিনার কক্ষের ২য় তলায় ভোটগ্রহণ শেষে রাত ১টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর চিন্ময় ব্যাপারী।

এতে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক মনোনীত প্যানেল থেকে সভাপতিসহ ৯ জন নির্বাচিত হয়েছেন। অপরদিকে মহান মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক মূল্যবোধে আস্থাশীল বঙ্গবন্ধু পরিষদের প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ ৫টি পদে নির্বাচিত হয়েছেন।

জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সাদা দল থেকে ১ জন সদস্য নির্বাচিত হয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বঙ্গবন্ধু পরিষদ থেকে সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ, সহ-সভাপতি প্রফেসর ডঃ মোঃ কাওছার নিয়াজ বিন সুফিয়ান, যুগ্ন সম্পাদক প্রফেসর ডঃ জুয়েল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক প্রফেসর মো. নাজমুল হাসান, দপ্তর সম্পাদক প্রফেসর ডঃ মোঃ আরিফুল আলম, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক প্রফেসর ডঃ মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ডঃ মো. মাহমুদুল হাসান, কার্যনির্বাহী সদস্য প্রফেসর মোঃ শহিদুল ইসলাম, ডঃ মো. মাসুদুর রহমান। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক মূল্যবোধে আস্থাশীল বঙ্গবন্ধু পরিষদ থেকে সাধারণ সম্পাদক প্রফেসর এবিএম মাহবুব মুর্শেদ খান, কোষাধ্যক্ষ প্রফেসর ডঃ জাহিদ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল হাসান, এবং কার্যকরী সদস্য পদে প্রফেসর ডঃ খাদিজা খাতুন, প্রফেসর মোঃ রুবেল মাহমুদ।

জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সাদাদল থেকে একমাত্র সদস্য প্রফেসর ডঃ আতিউর রহমান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সর্বমোট ২৫২ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন।

সর্বমোট ৩টি প্যানেলে অন্তর্ভুক্ত ৩৯ জন প্রার্থিতা করছেন।বঙ্গবন্ধু মনোনীত পরিষদের অধীনে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদসহ সর্বমোট ১৫টি পদে প্রার্থিতা করছেন। আর বঙ্গবন্ধু ও তার চেতনা লালনকারী পরিষদের অধীনে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদসহ সর্বমোট ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাদা দলের অধীনে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদসহ সর্বমোট ১০টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১ জন সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত