রাতে রোনালদোর বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ, প্রতিপক্ষ নর্থ মেসিডোনিয়া
আজ রাতে রোনালদোর বিশ্বকাপ ভাগ্য নির্ধারণী ম্যাচ। প্লে অফ ফাইনালে ইতালিকে ছিটকে দেয়া নর্থ মেসিডোনিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। সিআরসেভেনের হুঙ্কার বিশ্বমঞ্চে যাবেই তার দল। রাত পৌণে একটায় শুরু হবে ম্যাচটি।
ইতালিকে ছিটকে দেয়ার পর টুইটারে রোনালদোকে নর্থ মেসিডোনিয়ার প্রেসিডেন্টের হুঁশিয়ারি। প্রস্তুত হও ক্রিশ্চিয়ানো, তুমিই পরবর্তী শিকার। কিন্তু স্তেভো পেন্দারোভস্কি হয়তো ভুলেই গেছেন চ্যালেঞ্জ আর জয় যেনো সিআরসেভেনরই অপর নাম। প্লে অফ ফাইনালের আগে সংবাদ সম্মেলনে সে কথাই মনে করিয়ে দিলেন সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার।
পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, বিশ্বকাপে খেলতে আমরা প্রস্তুত, আত্মবিশ্বাসীও। আমাদের জন্য এটা বাঁচা মরার লড়াই। পর্তুগাল ছাড়া বিশ্বকাপ হতেই পারে না। ব্যক্তি নয় পুরো দলকেই বুঝিয়েছি। সমর্থকরা পাশে থাকলে আমরাই জিতবো।
তবে নামে হাল্কা হলেও মাঠের পারফরমেন্সে প্রতিপক্ষ যে কঠিন স্বীকার করেছেন রোনালদো। ইতালি জয়তো বটেই বাছাই পর্বে জার্মানিকেও ঘরের মাঠে হারিয়ে এসেছিলো পুচকে দলটা। রোনালদোর টানা ৫ বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙ্গে প্রথমবার বিশ্বমঞ্চে নাম লেখাতে মরিয়া নর্থ মেসিডোনিয়া।
পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, মানুষ ভাবছে নর্থ মেসিডোনিয়া ম্যাচ খুব সহজ হবে। আসলে তা নয়। যোগ্য দল হিসেবেই তারা এতদূর এসেছে। আমাদের মতো তারাও দেশের জন্য জীবন দিয়ে খেলবে।
ইতিহাসও রোনালদোর পক্ষে। ২০০৩ সালে জাতীয় দলে তার অভিষেকের পর কখনই বিশ্বকাপ মিস করেনি পর্তুগাল। ২০১২ সালে দু’দলের একমাত্র দেখায় সেলেসাও দা কুইনাসদের গোলশূণ্য রুখে দিয়েছিলো নর্থ মেসিডোনিয়া।
নিষেধাজ্ঞা শেষে গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরছেন পর্তুগালের রাইট ব্যাক জোয়াও ক্যানসেলো। ইনজুরি কাটিয়ে জোসে ফন্তের সঙ্গে রক্ষণের দায়িত্ব নিতে প্রস্তুত পেপে। মিডফিল্ডার এলজিফ এলমাস ও তিহোমির কস্তাদিনোভের প্রত্যাবর্তন আরও শক্তিশালী করছে প্রতিপক্ষ নর্থ মেসিডোনিয়াকেও।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত