আইপিএলে আজ হায়দরাবাদ-রাজস্থানের লড়াই, সম্ভাব্য একাদশ

| আপডেট :  ২৯ মার্চ ২০২২, ১১:৫৪  | প্রকাশিত :  ২৯ মার্চ ২০২২, ১১:৫৪

আইপিএলের এবারের আসরের পঞ্চম ম্যাচে আজ (মঙ্গলবার) মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ আর রাজস্থান রয়্যালস। পুনেতে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

গত বছর যা ঘটেছে, তা এবার ভুলে যেতেই চাইবে হায়দরাবাদ। গতবার পয়েন্ট তালিকার তলানিতে থেকে শেষ করে দলটি। এ বছর তাদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ কেন উইলিয়ামসন।

 

তার সঙ্গে চমক জাগিয়ে উমরান মালিক আর আবদুল সামাদকে ধরে রেখেছে হায়দরাবাদ। তার চেয়েও অবাক করার ব্যাপার, এবার তারা নিলামে বেশিরভাগ স্বদেশি ঘরোয়া ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে।

অধিনায়ক উইলিয়ামসনের সঙ্গে একাদশে চার বিদেশি হিসেবে দেখা যেতে পারে এইডেন মার্করাম, নিকোলাস পুরান এবং মার্কো জানসেনকে।

অন্যদিকে রাজস্থান রয়্যালস এ বছর তাদের দল একদম ঢেলে সাজিয়েছে। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে তাদের একটা দুশ্চিন্তা ছিল। সেজন্য এবার তারা নিলামে বেশি খরচ করেছে বোলারদের জন্য।

দলের বোলিং শক্তি বাড়িয়ে রাজস্থান নিয়েছে স্পিন যুগল রবিচন্দ্রন অশ্বিন এবং ইয়ুজবেন্দ্র চাহালকে। তবে অধিনায়ক সঞ্জু স্যামসনের একটা পজিশন নিয়ে মধুর সমস্যা রয়েই গেছে। জস বাটলারের সঙ্গে জস্বশী জ্যাসওয়েল নাকি দেবদূত পাডিক্কেল, কে ওপেন করবেন সেটাই এখন দেখার।

 

হায়দরাবাদের সম্ভাব্য একাদশ
রাহুল ত্রিপাথি, এইডেন মার্করাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেটরক্ষক), আবদুল সামাদ, অভিষেক শর্মা, ওয়াশিংটন সুন্দর, মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন।

রাজস্থানের সম্ভাব্য একাদশ
জস বাটলার, দেবদূত পাডিক্কেল, জস্বশী জ্যাসওয়েল, সঞ্জ স্যামসন (অধিনায়ক), সিমরন হেটমায়ার, রসি ভ্যান ডার ডাসেন/ড্যারেন মিচেল, রিয়ান পরাগ/নভদ্বীপ সাইনি, রবিচন্দ্রন অশ্বিন, ইয়ুজবেন্দ্র চাহাল, প্রসিধ কৃষ্ণা, ট্রেন্ট বোল্ট।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত