দুই বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৮৮৩ জন

| আপডেট :  ৩০ মার্চ ২০২২, ০৭:১৫  | প্রকাশিত :  ৩০ মার্চ ২০২২, ০৭:১৫

 

৩৮ ও ৪২তম বিসিএস থেকে নন-ক্যাডারে ৮৮৩ জনকে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে ৩৮তম বিসিএস থেকে ৩৪৪ জনকে নন-ক্যাডারে এবং ৪২তম বিশেষ বিসিএস থেকে ৫৩৯ জন চিকিৎসকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার সুপারিশের ফলাফল প্রকাশ করা হয়। পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৪২তম বিসিএস থেকে প্রথম শ্রেণির নবম গ্রেডে ৫৩৯ জনকে এবং ৩৮তম বিসিএস থেকে ১০ম গ্রেডে ৩২০ ও ১১তম গ্রেডে ২৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এ উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০১০ এবং সংশোধনী-২০১৪ অনুযায়ী পিএসসি সংশ্লিষ্ট প্রার্থীদের সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করেছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত