কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো রোনালদোর পর্তুগাল
ডু অর ডাই ম্যাচের শেষ হাসিটা পর্তুগালের। সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে বস ফেরনান্দো সান্তাসের উদযাপনটা তাই একটু ভিন্ন। কাতার বিশ্বকাপে সিআর সেভেনরা ।
পোর্তোতে স্বাগতিক পর্তুগাল বস সান্তোসের ৪-৩-৩ ফরমেশনে শুরুটা অ্যাটাকিং ফুটবলে। ম্যাচের ১৪ মিনিটে রোনালদো আর ১০ মিনিট পর ব্রুনো ফার্নান্দেসের টার্গেট মিস না হলে স্কোরে সূচনা হতে পরতো সেখান থেকেই। তবে ৩২ মিনিটে আর কোন ভুল নয়, রোনালদো, ব্রুনো কেমিস্ট্রিতেই ১-০ গোলে এগিয়ে যায় হোস্টরা, ফাইনাল টাচ ব্রুনো ফার্নান্দেজের।
দ্বিতীয়ার্ধেও এক্স্ট্রা প্রেসিংয়ে এগিয়ে পর্তুগাল। আবারো ব্রুনোফার্নান্দেজে কুপোকাত নর্থ মেসিডোনিয়ান ডিফেন্স। দিয়াগো জটার অ্যাসিস্টে ৬৫ মিনিটে লিড ডাবল হোস্টদের। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি পর্তুগালের। ম্যাচ শেষে শুধুই উল্লাস ক্রিস্টিয়ানো রোনালদোদের।
ডু অর ডাই নাইটের আরেক ম্যাচে সুইডেনকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত পোলান্ডের। জ্লাতান ইব্রাহিমোভিচদের বিদায়ের রাতে লেওয়ান দওস্কিদের বাজিমাত।
ঘরের মাঠে টাফ টাইম পার করছিলো পোল্যান্ড, কাউন্টারে গিয়ে মিলছিলোনা স্কোর। অবশেষ ৪৯ মিনিটে পেনাল্টিতে সুইস পোস্টের ডেড লক ভাঙেন পোলিশ স্টার লেওয়ান দওস্কি।
নিজেদের পোস্ট অক্ষত রখার মিশনে শতভাগ সফল পোলান্ড, ৭২ মিনিটে ম্যাচে নিজেদের অবস্থান পাকা করে ফেলে হোস্টরা। সেবাস্তিয়ান জেনিইস্কির স্কোর সুইডেনকে ম্যাচ থেকেই ছিটকে দেয় পোলান্ড। এর আর ম্যাচে ফরতে পারেনি জ্লাতান ইব্রাহিমোভিচরা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত