আম্পায়ারদের বিরুদ্ধে আইসিসির কাছে নালিশ করবে বিসিবি

| আপডেট :  ০৫ এপ্রিল ২০২২, ০১:২৯  | প্রকাশিত :  ০৫ এপ্রিল ২০২২, ০১:২৯

ডারবান টেস্টে ২২০ রানে হেরেছে বাংলাদেশ। জয়-পরাজয় খেলারই অংশ। তবে খেলা ছাপিয়ে অখেলোয়াড়ি আচরণ কিংবা পক্ষপাতমূলক আম্পায়ারিং যখন সামনে এসে পড়ে তখন সেটির বিরুদ্ধে সোচ্চার হওয়াটাই স্বাভাবিক।

ম্যাচে প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য স্লেজিং খুব স্বাভাবিক ব্যাপার তবে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা বাংলাদেশি খেলোয়াড়দের গালাগালি করেছেন বলে অভিযোগ করেছেন দলনেতা মুমিনুল হক। যা আম্পায়ারকে জানালেও কানে নেননি বলে জানান তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল হক বলেছেন, ‘স্লেজিং তো হয় মাঠে। স্লেজিং হবে, এটা স্বাভাবিক। স্লেজিং যদি মাঝেমাঝে অ্যাবিউসের পর্যায়ে চলে যায়, তখন এটা খুব খারাপ। আমার কাছে মনে হয়, ওরা অ্যাবিউস করছিল খুব বাজেভাবে। যেটা আম্পায়ারও জিনিসগুলো আমার কাছে মনে হয়… ওইভাবে ওদের নোটিশ করেনি। আম্পায়াররা হয়তো ওভাবে খেয়াল করেননি।’

শুধু যে গালাগালি হজম করেছে বাংলাদেশ সেটিও না, রীতিমতো পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের শিকার হয়েছে টাইগাররা। ডারবান টেস্ট শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স জালাল ইউনুস ‘ইএসপিএন-ক্রিকইনফো’-কে জানিয়েছেন, ‘আমরা ইতোমধ্যেই ওয়ানডে সিরিজের পরে আম্পায়ারিং ইস্যুতে একটি অভিযোগ দায়ের করেছি। ম্যাচ রেফারি প্রথমে আমাদের ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন কিন্তু, আমরা তাকে লিখিত অভিযোগ দিলে সে নমনীয় হয়। এই টেস্ট ম্যাচ নিয়ে আরেকটি অফিশিয়াল অভিযোগ জানাব।’

স্লেজিং ইস্যুতে জালাল ইউনুস বলেছেন, ‘স্লেজিং অবশ্যই উভয় পক্ষ থেকে হয়েছিল কিন্তু, যখন তারা এটি শুরু করে এবং এটিকে গালাগালের পর্যায়ে নিয়ে যায়, আমরা তখন আম্পায়ারদের কাছে অভিযোগ করি। কিন্তু তারা আমলে নেয়নি। আমরা এটিকে যথাযথভাবে নিন্দা জানাই। আমাদের আম্পায়ারদের সিদ্ধান্ত মেনে নিতে হবে, তবে আইসিসিকে অবশ্যই পুনর্বহাল করতে হবে। নিরপেক্ষ আম্পায়ারের ব্যাপারটি।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত