ময়মনসিংহে ইট ভাটায় ৮ লাখ দশ হাজার টাকা জরিমানা

| আপডেট :  ০৮ এপ্রিল ২০২২, ০৩:০৫  | প্রকাশিত :  ০৮ এপ্রিল ২০২২, ০৩:০৫

 

ময়মনসিংহ করেস পন্ডেন্ট : ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে ৬ ইট ভাটায় ৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৭এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার রামগোপালপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

জরিমানা করা ইটভাটাগুলো হলো
রামগোপালপুর ইউনিয়নের গুঁজিখা’র বিসমিল্লাহ ব্রিকস কে ১ লাখ ৮০ হাজার টাকা,চাচা-ভাতিজা ব্রিকস কে ৮০ হাজার টাকা,অএ ইউনিয়নের রামগোপালপুর গ্রামে অবস্থিত এন,জি,এস ব্রিকস কে ২ লাখ টাকা,শামসু ব্রিকস কে ১ লাখ ২০ হাজার টাকা,এস,এম,সিমি ব্রিকস কে ৮০ হাজার টাকা,সাফায়েত ব্রিকস কে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেন।

ইউএনও’র কার্যালয়ের অফিস সহকারী মোঃরইছ উদ্দিন এবিষয়ে বলেন,ইট ভাটার লাইসেন্স নবায়ন না করা, ইট পুড়ানোর লাইসেন্স না থাকায় এবং পরিবেশ লাইসেন্স না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় অর্থদন্ড করা হয়েছে।
অভিযানে সহযোগীতায় ছিলেন, গৌরীপুর থানার এসআই এমদাদুল হক ও তার সঙ্গীয় ফোর্স।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত