গোসাইরহাটে বিনামূল্যে কৃষকদের মাঝে বিজ ও সার বিতরন

| আপডেট :  ১২ এপ্রিল ২০২২, ০৯:৪৮  | প্রকাশিত :  ১২ এপ্রিল ২০২২, ০৯:৪৮

২০২১-২২ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সম্পুর্ন বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরন করা হয়।

১১ই এপ্রিল সোমবার সকাল ১০ ঘটিকায় গোসাইরহাট উপজেলা হল রুমে গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসাইনের সভাপতিত্বে প্রধনা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী। গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার ভুমি সুজন দাশ গুপ্ত।

বীর মুক্তিযুদ্ধা ইকবাল আহমেদ বাচ্চু ছৈয়াল।ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের।
স্বাগত বক্তিতা করেন গোসাইরহাট উপজেলা কৃষি অফিসার মোঃ শাহাব উদ্দিন। গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি শাজাহান সিকদার। নাগেরপাড়া ইউনিয়ন পপরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক খান, নলমুড়ি ইউনিয়ন চেয়ারম্যান মাহফুজ হক মিয়া।

এসময় উপস্থিত বক্তারা সরকার নানা উন্নয়নের কথা তুলেধরে বলেন কৃষক বান্দব সরকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রেই উন্নত হছে বলে তারা দাবি করেন এবং দেশে কৃষি জমি কমেছে কিন্তু কৃষি উতপাদনে বিশ্বে প্রশংসনীয় স্থানে অবস্থান করছেন তারই ধারাবাহিকতায় কৃষকদের সরকারি সর্বাত্মক সুযোগ-সুবিধা দিয়ে আসছে।

এরপরে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিক কৃষকদের হাতে আউশ ধান বীজ ও সার বিতরন করা হয়। এই সহায়তা প্রদান করা হয়।

উপকারভোগী কৃষক বিনামূল্যে আউশ ধান বীজ ও সার পেয়ে তারা আনন্দিত এবং তার আরো বলেন আমাদের কৃষকদের নানা সময়ে কৃষি অফিস কর্তৃক বিভিন্ন মৌসুম ফসলি চাষের জন্য বীজ ধান সার বিনামুল্যে সহায়তা দিয়ে আসছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত