দুমকিতে ১৪ বছরের কিশোরীকে ধ’র্ষ’ণ

| আপডেট :  ১৪ এপ্রিল ২০২২, ০১:১৭  | প্রকাশিত :  ১৪ এপ্রিল ২০২২, ০১:১৭

জুবায়ের ইসলাম, দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ: পটুয়াখালীর দুমকির পাঙ্গাশিয়া ইউনিয়নে বিস্কুট কিনতে গিয়ে দোকানে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৪)।

জানা যায়, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা বারেক সরদারের ছেলে আবুবকর সরদারের দোকানে বিস্কুট কিনতে যায় ওই কিশোরী।

এ সময় নানারকম লোভ দেখিয়ে ওই কিশোরীকে দোকানের সঙ্গে বসতঘরে নিয়ে ধর্ষণ করে সে। এ সময় রাস্তার পথচারীরা দেখতে পেয়ে ধর্ষণের শিকার কিশোরী ও ধর্ষক আবু বকরকে হাতেনাতে আটক করে ৯৯৯ ফোন দেয়।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতে বিলম্ব হলে ধর্ষক আবু বকর পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ভিকটিম কিশোরীকে উদ্ধার করে বুধবার সকালে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী পাঠানো হয়। এ ব্যাপারে ওই তরুণীর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে দুমকি থানায় একটি ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন।

দুমকি থানার ওসি আপদুস সালাম জানান, ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলমান আছে ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত