লক্ষ্মীপুরে কমলনগর প্রেস ক্লাব” এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

| আপডেট :  ১৫ এপ্রিল ২০২২, ০৭:১১  | প্রকাশিত :  ১৫ এপ্রিল ২০২২, ০৭:১১

কমলনগর প্রেস ক্লাব কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (১৩ এপ্রিল) বিকাল ৪টায় কমলনগর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.আই তারেকের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, কমলনগর থানার তদন্ত ওসি মেলকাত সিলবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী নিউজের সম্পাদক ওয়াজি উল্লাহ জুয়েল, কমলনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী, রিপোর্টার্স ক্লাব সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লব, হাজিরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, কমলনগর উপজেলা বিকল্পধারার সাধারণ সম্পাদক সিদ্দীক মিয়া প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, কমলনগর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, অর্থ সম্পাদক মুহাঃ শোরাফ উদ্দিন স্বপন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইমামুজ্জামান বাশার, নির্বাহী সদস্য শাহাদাত সুমন, আব্দুল্লাহ আল মামুন, অহিদুর রহমান মানিক, নুর মোহাম্মদ, আব্দুল হান্নান ও অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মুহাঃ শোরাফ উদ্দিন স্বপন।

ইফতার মাহফিলে বক্তরা বলেন, কমলনগর প্রেস ক্লাব সর্বদা কমলনগরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে। বিশেষ করে কমলনগরের নদী ভাঙ্গণ নিয়ে সর্বদা তাদের লিখনী অব্যাহত ছিলো। আমরা আশা করবো ভবিষ্যতেও আপনারা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যাবেন, প্রশাসন আপনাদের সহযোগীতায় থাকবে ইনশাআল্লাহ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত