দুমকিতে আইসক্রিমের লোভ দেখিয়ে শিশু বলাৎকারের অভিযোগ
জুবায়ের ইসলাম, দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী জেলার দুমকিতে নিজের পারিবারিক গোরস্তানের নিকট ডেকে আইসক্রিমের লোভ দেখিয়ে খাদের তলায় নিয়ে প্রথম শ্রেণিতে অধ্যয়নরত এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কাশেম (৫৫) কে আটক করেছে দুমকি থানা পুলিশ।
শুক্রবার (১৫এপ্রিল)বিকাল ৩ টায় খবর পেয়ে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়ার ৩ নং ওয়ার্ডের আমীর হোসেন এর রাস্তার মাথা এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।
ওই শিশুর মা জানান, ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় তার ৮ বছর বয়সী শিশু মারুফ বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গেলে অভিযুক্ত কাসেম তাকে ডেকে নিয়ে নিজের পারিবারিক গোরস্তানের কাছে খাদের মধ্যে নিয়ে যায়। তারপর আইসক্রিমের লোভ দেখিয়ে বলাৎকার করে। এ সময় প্রতিবেশী মোসাঃ নুরুন্নাহার বেগম তার ক্ষেতের মুগ ডাল পেকেছে কিনা দেখতে গেলে উক্ত ঘটনা দেখতে পান। সাথে সাথে মোসাঃ আমেনা বেগমকে ডাক দিলে সে এসে শিশুটিকে প্যান্ট পড়াতে দেখেন।
শিশুটির কাছে তার মা জিজ্ঞেস করলে সে জানায়, গতকালও (বুধবার) তার নিজের বাড়ির কাছে কচু ক্ষেতে ফেলে বলাৎকার করেছে। গতকাল তাকে ১০ টাকা দিয়েছিল তা দিয়ে সে আইসক্রিম কিনে খেয়েছে।
ঘটনাটি জানালে অত্র ওয়ার্ডের চৌকিদার নুরুল ইসলাম সরেজমিনে এসে অভিযুক্তের কাছ থেকে ঘটনাটি জানতে চাইলে বিষয়টি অস্বীকার করে। ঘটনার সততা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার জনবাণীকে বলেন, শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং আসামী বর্তমানে থানায় আছে।
দুমকি থানার ওসি আবদুস সালাম জানান, শিশুটিকে বলাৎকার করার অপরাধে প্রতিবেশী কাশেম নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত