নারী ও শিশুদের জন্য সবসময় কাজ করে যাচ্ছেন নাতাশা
মারুফ সরকার, ঢাকা : নারী ও শিশুদের নিয়ে অনেকেই কাজ করে। হয়তো যারা শুধু মহৎ ব্যাক্তি তারাই নারী ও শিশুদের নিয়ে কাজ করে। এমন একজন ব্যক্তি যিনি নারী ও শিশুদের জন্য সবসময় চিন্তা করে আজ আপনাদের সামনে সেই ব্যক্তির জীবন কাহিনী তুলে ধরা হলো। ১৯৮৮ সালের ১১ সেপ্টেম্বর রাজশাহী জন্মগ্রহন করেন তানিশা চৌধুরী নাতাশা।
নাতাশার বাবার নাম এস এম আবুল কালাম আজাদ ও মাতার নাম মাহমুদা আজাদ চৌধুরী। তিন ভাইয়ের এক বোন শুধু তাই না পুরো বংশের মধ্যে তিনি একা। ছোট বেলার থেকে নাতাশা ছিল খুব আদরের। পরিবারের সবাই তাকে খুব ভালবাসত। পরিবারের থেকেই তিনি নারী ও শিশুদের প্রতি যে দায়িত্ববোধ সেটা শিখেছেন। পরিবারের লোকেরা তাকে সবসময় অনুপ্রনিত করে। তার দাদু একজন সরকারি কর্মকর্তা ছিলেন তার থেকে তিনি শিখেছেন কিভাবে মানুষের পাশে থাকা যায় মানুষকে ভালবাসা যায়। সেই দেখা থেকে আজ পর্যন্ত মানুষের পাশে পাশে আছেন নাতাশা। নাতাশা ভবিৎষতে অনেক ইচ্ছা।
এ ব্যাপারে নাতাশার সাথে কথা হয়। নাতাশা জানান, আমি ছোট বেলার থেকে দেখেছি আমার দাদু মানুষকে খুব ভালবাসত। তখন থেকেই আমার ইচ্ছা আমিও মানুষকে ভালবাসব তাই আমি নারী ও শিশুদের জন্য কাজ করে যাচ্ছি। তাদের পাশে আছি। আমি উদ্যোগ নিয়েছি একটি বৃদ্ধাশ্রম খুলবো যাতে যে সকল বাবা মা বুড়ো বয়সে সন্তানরা বিতারিত করেন তাদের আমি আমার বৃদ্ধাশ্রমে আশ্রয় দিতে পারি। আমি সকল দেশবাসীর কাছে দোয়া চাই যাতে আমি ভবিৎষতে নারী ও শিশুদের নিয়ে আরো বেশী বেশী কাজ করতে পারি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত