কুড়িল ফ্লাইওভার এলাকায় তরুণীর মরদেহ উদ্ধার

রাজধানীর কুড়িল ফ্লাইওভার এলাকায় এক অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করেছে খিলক্ষেত থানা পুলিশ।শনিবার সকালে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই তরুণীর মরদেহ উদ্ধার করে। তবে তার পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
খিলক্ষেত থানার ওসি সাব্বির আহমেদ মুনশি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শনিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই তরুণীর মরদেহ উদ্ধার করে। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। তার পরনে ছিল সালোয়ার-কামিজ।
তিনি আরো বলেন, ‘কুড়িল ফ্লাইওভার থেকে তিনশ ফিটের দিকে যে র্যাম্পটি নেমে গেছে, ঠিক সেখানেই মিলেছে ওই তরুণীর মরদেহ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি।’ তিনি জানান, ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ইউনিট হাজির হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত