ময়মনসিংহের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজির অভিযোগ

| আপডেট :  ১৯ এপ্রিল ২০২২, ১২:৪০  | প্রকাশিত :  ১৯ এপ্রিল ২০২২, ১২:৪০

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি বন্ধের দাবীতে অটো এবং রিক্সা চালক ও মালিক গণ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ প্রদান করেন।

সোমবার (১৮ এপ্রিল)দুপুর দুইটার দিকে উপজেলার বোকাইনগর ইউনিয়নের রিক্সা, অটো রিক্সা চালক, মালিকগণ পৌরসভা নামে চাঁদাবাজি বন্ধের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ’র কাছে অভিযোগ পেশ করে।

এ সময় উপস্থিত ছিলেন, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু। স্বারকলিপি প্রদান কালে কাশিম পুরের রিক্সা ডাইভার আঃ মোতালেব,বাহাদুর পুরের সিরাজ পাগল, বাঘবেরের জয়নাল আবেদীনও বোকাইনগরের সিদ্দিক বক্তব্য রাখেন। অভিযোগে উল্লেখ করে প্রতিদিন রিক্সা, আটে রিক্সা বের হইলে বিভিন্ন রাস্তা আটকিয়ে ১০ টাকা করে চাঁদা তুলে। যা আমাদের পক্ষে বহন করা সম্ভব নয়।

বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন বলেন, এলাকার নিম্ন আয়ের মানুষজন রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। চালকদের এই ঘাম জড়ানো আয়ের টাকা থেকে চাঁদা দিতে হয় এই বিষয়টি অত্যন্ত অমানবিক।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, অভিযোগ পেয়েছি। পৌরসভা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত