মুরাদিয়ায় নদীতে গোসলে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

| আপডেট :  ২৬ এপ্রিল ২০২২, ১২:১৩  | প্রকাশিত :  ২৬ এপ্রিল ২০২২, ১২:১৩

পটুয়াখালীর দুমকীতে ৪র্থ শ্রেণির এক শিশু নদীতে গোসলে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পরে তার মরদেহ উদ্ধার হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ছয়টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা ফয়সাল প্যাদা চরগরবী ফেরিঘাট এলাকায় চরে একটি শিশুর লাশ দেখতে পেয়ে ৯৯৯ ফোন দিলে দুমকি থানা পুলিশ উক্ত লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

উল্লখ্য, উপজেলার ওই গ্রামের অটোচালক মিন্টু মিরার ছেলে জিহাদ (৮) গত ২৩ এপ্রিল (শনিবার) দুপুরে উপজেলার মুরাদিয়া বোর্ড বাজার সংলগ্ন উত্তর মুরাদিয়া নদীতে পানশীঘাট নামক স্থানে প্রতিবেশী শিশুদের সাথে গোসলে গেলে আর ফিরে আসেনি সে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত