দুমকিতে ৬০০ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

| আপডেট :  ২৬ এপ্রিল ২০২২, ১২:২১  | প্রকাশিত :  ২৬ এপ্রিল ২০২২, ১২:২১

জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে কৃষি অফিসারের এর উদ্যোগে উপজেলার খরিপ ১/২২- ২৩ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ৬০০ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলার লেবুখালী ১০০, মুরাদিয়া১০০, পাংগাশিয়ায় ২৪০, আংগারিয়া ৮০, শ্রীরামপুর ৮০, মোট উপজেলার ৫ টি ইউনিয়নে সর্বমোট ৬০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে ১৮মেঃ টন রাসায়নিক সারও উফশী বীজ ও ৩ মেঃ টন উফশী বিতরণ করা হয়।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মেহের মালিকা, কৃষি সস্প্রসান কর্মকর্তা মো. ইমরান হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপজেলা কৃষি, উপসহকারী কর্মকর্তাবৃন্দ, কৃষকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত