অসহায়দের পাশে থাকতে পারা সৌভাগ্যের : ড. কাজী এরতেজা হাসান
সাতক্ষীরা প্রতিনিধি: জননেত্রী শেখ হাসিনা’র পক্ষে প্রতিদিন বিকালে অসহায় দুস্থ রোজাদারদের জন্য ইফতার বিতরণ করেন আজিজা মান্নান ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, দৈনিক ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস্ টাইমের সম্পাদক ও প্রকাশক, এফবিসিসিআই’র পরিচালক ড. কাজী এরতেজা হাসান, সিআইপি।
জানা গেছে, জেলা শহরের পথচারী রোজাদারদের সম্মানে, তিনি ইফতার বিতরণ করছেন। তাঁর এই কার্যক্রম ইতোমধ্যেই সর্বমহলে প্রশংসিত হয়েছে। ইফতারি নিয়ে বাড়ি ফেরা মানুষগুলো খুশিতে আবেগাপ্লুত হয়ে পড়ে।
আজ সোমবার (২৫ এপ্রিল) বিকাল ৫ টায় ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শহরের পাকা পোল মোড় এলাকায় শতাধিক অসহায়, দুস্থ,পথচারী রোজাদারদের মাঝে আজিজা মান্নান ফাউন্ডেশনের মাধ্যমে ইফতার বিতরণ করেন।
এসময় ড.কাজী এরতেজা হাসান বলেন,রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছি।রমজান ছাড়াও সারা বছর ছিন্নমূল মানুষের সুখে,দুখে,বিপদেআপদে সাধ্যানুযায়ী পাশে থাকি।অসহায় মানুষদের পাশে থাকতে পারলে আমার ভাল লাগে।অসহায় মানুষের জন্য করা,এটা আমার পরিবারিক শিক্ষা।
স্থানীয়রা জানান, অনেকেরই টাকা আছে কিন্তু তাঁর মত এত বড় হৃদয়ের মানুষ খুব কমই আছে।তিনি সারা বছর মানুষদের জন্য কাজ করে থাকেন।অনেক অসহায় পরিবারের ছেলে-মেয়েদের লেখা পড়ারও ব্যবস্থা করেন।দলীয় নেতাকর্মীদের অসুস্থতায়, দুঃসময়ে পাশে থাকেন।
ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য,দৈনিক ভোরের পাতা’র প্রধান সম্পাদক,সাবেক ছাত্রনেতা কাজী হেদায়েত হোসেন (রাজ),জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা সবুজ,শহর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন (অনু),জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,সাবেক সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ এজাজ উদ্দিন তাপস,দৈনিক ভোরের পাতা’র জেলা প্রতিনিধি মহিদার রহমান,দ্য ডেইলি পিপলস্ টাইমের জেলা প্রতিনিধি খন্দকার আনিছুর রহমান,নিজস্ব প্রতিবেদক গাজী ফারহাদ,মানবাধিকার উন্নয়ন কমিশন,সাতক্ষীরা সদর থানার সভাপতি আবু জাফর মোঃ সালেহ,আওয়ামী লীগ নেতা,সাংবাদিক মারুফ আহম্মেদ খান শামীম,ছাত্রলীগ নেতা শেখ জুবায়ের আল জামান,রিপোর্টার আলিজামান খান,আল মাছউদ,আতিয়ার রহমান প্রমুখ ব্যক্তিবর্গ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত