দুমকিতে কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত

| আপডেট :  ২৭ এপ্রিল ২০২২, ০২:২০  | প্রকাশিত :  ২৭ এপ্রিল ২০২২, ০২:০৫

জুবায়ের ইসলাম, দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে ডাল ফসলের উন্নত জাত বারি মুগ-৬ এর আধুনিক উৎপাদন কলাকৌশল শীর্ষক কৃষক সমাবেশ ও মাঠ দিবস উপলক্ষে প্রধান অতিথি আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র (বিএআরআই) মাদারীপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ডঃ মোঃ ছালেহ উদ্দিন তাঁর বক্তব্যে মুগ ডালের বিভিন্ন উপকারীতার ও পুষ্টিগুনের কথা তুলে ধরে অত্র অঞ্চলের কৃষকদের নিজ ক্ষেতের মুগ ডাল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে বলেন এবং বাংলাদেশে ডালে ঘটতি পূরণে মুগডালের উৎপাদন দ্বিগুণ করার ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন এর চরবয়েড়া গ্রামে সলেমান খান এর বাড়ির সামনে বিকাল সাড়ে তিনটায় উক্ত মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।

সরেজমিন বিভাগ (বিএআর আই) পটুয়াখালী’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ শহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী নজরুল ইসলাম এর সঞ্চালনায় ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন এর পরিচালনায় কৃষি মন্ত্রণালয়ের আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র (মাদারিপুর) সক্ষমতা বৃদ্ধি এবং বৃহত্তর বরিশাল – ফরিদপুর অঞ্চলের ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অর্থায়নে অত্র মাঠ দিবসে মাদারিপুর বিএআর আই আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা নন্দ দুলাল কুন্ডু, প্রিয়াংকা চক্রবর্তী, মোঃ মামুনূর রশিদ ও শাহিন মাহমুদ অত্র অঞ্চলে মুগ ডাল উৎপাদন পদ্ধতি ও রোগ-পোকা প্রতিকার সম্পর্কে কৃষকদের সমস্যা ও প্রত্যাশা নিয়ে মুক্ত আলোচনা শেষে তাদের সমস্যা নিরসরনে উপস্থিত কৃষকদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

এছাড়াও এ সময়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত