দুমকিতে ছাত্রলীগের আয়োজনে অসহাদের মাঝে ইফতার বিতরণ
জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে উপজেলা ছাত্রলীগের আয়োজনে দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
বুধবার (২৭ এপ্রিল) বিকাল ৬ টায় উপজেলার থানা ব্রিজ এলাকায় ২০০ গরীব, দুঃখী ও অসহায় রোজাদারের মাঝে এ ইফতার ও জুস বিতরণ করে ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম জীবন ও সাধারণ সম্পাদক সবুজ সিকদার।
সড়কের পাশে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয় ইফতার ও জুসের প্যাকেট। হতদরিদ্র, খেটে খাওয়া মানুষ আসছেন এবং তাদের হাতে ইফতারের প্যাকেট তুলে দিচ্ছেন সিনিয়র নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত