দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

| আপডেট :  ২৯ এপ্রিল ২০২২, ০১:০০  | প্রকাশিত :  ২৯ এপ্রিল ২০২২, ১২:০৪

জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও বাংলাদেশ জেলা পরিষদ এসোসিয়েশনের সভাপতি দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুন-অর-রশিদ হাওলাদারের উদ্যোগে ইফতর ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

২৬ রমজান (বৃহস্পতিবার) পীরতলা বাজার জামে মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশ ও জাতির উদ্দেশে মোনাজাত ও আল্লাহর রহমত কামনা করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাজাহান আকন সেলিম, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, আংগারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা, লেবুখালী ইউপি চেয়ারম্যান শাহ আলম আকন, পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও পিরতলা বাজারের ব্যবসায়ী সর্বস্হারের মুসল্লিবৃন্দ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত