দুমকিতে অটোচালকের আ’ত্ম’হ’ত্যা

| আপডেট :  ২৯ এপ্রিল ২০২২, ১২:১৩  | প্রকাশিত :  ২৯ এপ্রিল ২০২২, ১২:১৩

জুবায়ের ইসলাম, দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে পারিবারিক অশান্তির কারনে গলায় ফাঁস দিয়ে সরোয়ার বিশ্বাস (৩৩) নামে এক অটো চালক আ’ত্ম’হ’ত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামের ৬ নং ওয়ার্ডে নিজ বসতঘরের শয়নকক্ষে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। সরোয়ার বিশ্বাস ওই গ্রামের রুহুল আমীন বিশ্বাসের ছেলে । তার একটি শিশু পুত্র আছে।

এলাকাবসী সূত্রে জানা যায় , পারিবারিক ভাবে সে ভীষন অশান্তিতে ছিল। কিছু দিন পূর্বে সে তার স্ত্রীকে অনেক মারধোর করলে তার নামে মামলা দেয় এবং তিন মাস জেল খাটে। এরপর মাঝে মাঝে তাকে চিন্তিত দেখা যায়। লোকজনের অনুপস্থিতিতে তার রুমে গিয়ে গলায় ফাঁস দেয়। এরপর পরিবারের লোকজন লাশ উদ্ধার করে পুলিশ খবর দেয়।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আলো জোমাদ্দার জানান, শোনা যাচ্ছে সরোয়ার পারিবারিক ঝামেলা ছাড়াও ঋণগ্রস্ত হয়ে হতাশায় ভুগছিলেন।

দুমকি থানার ওসি আবদুস সালাম বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করে মৃত্যুর প্রকৃত কারন নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত