ঢাবিতে সুবিধা বঞ্চিতদের ইফতার বিতরণ করলো ছাত্রদল

| আপডেট :  ২৯ এপ্রিল ২০২২, ০২:৫৪  | প্রকাশিত :  ২৬ এপ্রিল ২০২২, ০২:৪৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (২৬ এপ্রিল) ঢাবির কার্জন হল প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় অমর একুশে হল ছাত্রদলের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখার সভাপতি আব্দুল্লাহ আর রিয়াদ ও সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান বাপ্পি।

অনুষ্ঠানে ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মো. আক্তার হোসেন, সদস্য সচিব আমানউল্লাহ আমান, অমর একুশে হল ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. জসিম খান, অমর একুশে হল ছাত্রদলের সাবেক আহবায়ক ও সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ এলাহি রনি, অমর একুশে হল ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. আশরাফুল ইসলাম খান অনিক, অমর একুশে হল ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. শাকির আহমেদ, মো. রাশেদ আল আমিন শুভ, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম রিয়াদ, সাবেক সদস্য মো. মোসাদ্দেক হোসেন সৌরভ, আশরাফুজ্জামান সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত