শিমুলিয়া ফেরি ঘাটে যানবাহনের তীব্র চাপ

| আপডেট :  ২৯ এপ্রিল ২০২২, ০৪:১৪  | প্রকাশিত :  ২৯ এপ্রিল ২০২২, ০৪:১৪

ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ ও যানবাহনের তীব্র চাপ বেড়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। এছাড়া ফেরি পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। যে কারণে ঘাটে পৌঁছানোর আগেই গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে ঘাটমুখী যাচ্ছেন অনেক যাত্রীরা।

শুক্রবার (২৯ এপ্রিল) ভোর থেকে শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌরুটে হাজার হাজার মানুষ পদ্মা পাড়ি দেয়ার জন্য ভিড় করছে। সেই সঙ্গে যানবাহনের অতিরিক্ত চাপে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছেন।

এদিন দুপুর ৩টার দিকে দেখা যায়, ঘাটে ফেরি কম থাকায় যানবাহন পারে অনেক বেশি সময় লাগছে। আর পার্কিং ইয়ার্ড থেকে পন্টুনের অভিমুখ পর্যন্ত ৫ শতাধিক যানবাহন সারিবদ্ধ হয়ে ফেরির অপেক্ষায় আছে। ফলে ঘণ্টার পর ঘণ্টা ধরে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে।

এছাড়াও দেখা যায়, লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের উপচে পড়া ভিড়। আর একটি ফেরি ঘাটে ফেরা মাত্রই ঘরমুখো শত শত মানুষ তাতে ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছে।

এ বিষয়ে পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জানিয়েছেন, ভোর থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বেশি। আমরা চেষ্টা করছি যাত্রীরা যেন কোনো ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পারাপার হতে পারে।

বিআইডাব্লিউটিএর শিমুলিয়া নদী বন্দরের নৌ নিরাপত্তা বিভাগের সহকারী পরিচালক শাহাদাত হোসেন জানিয়েছেন, এ রুটে যাত্রীদের পারাপারের সুবিধায় পাঁচটি লঞ্চ ও তিনটি স্পিডবোট বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি দুই রুটে লঞ্চ ৮৫টি এবং ১৫৫টি স্পিডবোট সচল রয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত