হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ঈদ উপহার

| আপডেট :  ২৯ এপ্রিল ২০২২, ০৯:৩৫  | প্রকাশিত :  ২৯ এপ্রিল ২০২২, ০৯:৩৫

সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশীপুরের হোসাইনী নগরে মানবিক ও সামাজিক সংগঠন হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে প্রতিবছরের ন্যায় সকল স্বেচ্ছাসেবীদের নিজেদের অর্থায়নে, সকলের সাথে নিজেদের ঈদ খুশিকে ভাগাভাগি করে নেওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়।
এই কর্মসূচিতে ছিল ১ কেজি পোলাও চাল, ১ কেজি দুধ, ১ কেজি চিনি, লাচ্ছা সেমাই, চিকন সেমাই, কিসমিস। ৬০ টি পরিবারের মাঝে জুম্মার নামাজের পরে তাদের হাতে তুলে দিতে সক্ষম হয়।

ঈদ উপহার সামগ্রী বিতরণ শেষে হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের সভাপতি হাজি মোঃ সোহেল রানা বলেন, আগামীতে আরো অধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দিবেন। পরে তিনি অত্র সংগঠনের সকল সেচ্ছাসেবীদেরকে নিয়ে একসাথে ইফতার করেন এবং সকল মুসলিমদের জন্য দোয়া করেন।

এতে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি হাজি মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ সুহেল খান, চেম্বার অব কমার্সের সদস্য সোহেল আহমেদ ভুইয়া, মোঃ শরীফ হোসেন, মোঃ আশরাফুল ইসলাম খান,শারমিন নিলা,জোনায়েদ হোসেন,মোঃ তানভীর সুমন, মোঃ পারভেজ হোসেন, মোঃ রনি,মোঃ সুমন মোল্লা, আখি আকতার,মোহাম্মদ তামিম, আনিসুর রহমান, আসমা সহ আরো অনেকে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত