দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার
মারুফ সরকার, ঢাকা: দেশবাসীকে পবিত্র ঈদ- উল- ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার এর নতুন কমিটির প্রেসিডেন্ট চীনা নাগরিক গুয় পেই লিন পিটার এবং সাধারণ সম্পাদক ডক্টর ফখরুল ইসলাম বাবু।
তিনি বলেন, ‘পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশ বাসীকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ “ঈদ মোবারক”।
তিনি আরও বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও আত্নসংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি বড়ই আনন্দের, খুশির।’
তিনি বলেন, ‘এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন ।’
এদিকে চীনা নাগরিক গুয় পেই লিন পিটারকে প্রেসিডেন্ট এবং ডক্টর ফখরুল ইসলাম বাবুকে সাধারণ সম্পাদক করে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার (সিবিএফসি) এর নতুন কার্যকরী কমিটি (২০২২-২০২৪) গঠিত হয়েছে। নতুন কমিটিতে চায়না এবং বাংলাদেশের বিভিন্ন পেশার সমন্নয়ে গঠিত হয়েছে।
গত ২০শে এপ্রিল বুধবার এক সাধারণ সভার মাধ্যমে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার এর আহবায়ক কমিটি বিলুপ্ত করে ৩৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচন করা হয়।
নতুন কমিটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সিএমজি বাংলার শান্তা মারিয়া, সাংস্কৃতিক সম্পাদক পদে সিএমজি বাংলার রওজায়ে জাবিদা ঐশী, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সম্পাদক পদে বাংলাদেশে চীনা বিনিয়োগকারী জেসন ঝং, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে চীনা ভাষা শিক্ষক ডেভিড ওয়াং নির্বাচিত হয়েছেন।
চীন বাংলাদেশের বন্ধুত্ব উন্নয়নে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে। সকল কর্মসূচীর মাধ্যমে বিশাল চীনকে বাংলাদেশের মানুষের মাঝে এবং বাংলাদেশকে চীনা নাগরিকদের মাঝে তুলে ধরছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত