দেশের যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

| আপডেট :  ০১ মে ২০২২, ০২:০০  | প্রকাশিত :  ০১ মে ২০২২, ০২:০০

দেশের কয়েক জেলায় আগামীকাল রোববার বজ্রসহ বৃষ্টির হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৩০ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাবাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এদিকে আজ সকালে দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নে পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে শুক্রবার রাতেও দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত