মুরাদিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে জগ মেশিন দিয়ে মাছ ধরার জন্য পুকুর থেকে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মো. বায়েজিদ (১৪) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (৪ মে) দিবাগত রাত ১২ টার দিকে মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামের ৪নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। মৃত বায়েজিদ ওই এলাকার মৃত মনির গাজীর একমাত্র ছেলে। সে মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণিতে পড়ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বায়েজিদ মাছ ধরার জন্য জগ মেশিন দিয়ে পুকুর থেকে পানি তুলতে ছিলো। মাল্টিপ্লাগে জগ মেশিনের প্লাগ ঢুকাতে গেলে সেখানের ফাঁড়া তারে হাত লেগে পুরোপুরি বিদ্যুতায়িত হয়ে যায় সে। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানা (ওসি) মো. আবদুস সালাম বলেন, ছেলেটি বিদ্যুৎ সক খেয়ে মারা গেছে। পরিবারের কারো কোন আপত্তি না থাকাতে দাফন দেওয়ার অনুমতি দেয়া হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত