১৬ ইউপির ভোটের তারিখ পুনঃ ঘোষণা

| আপডেট :  ০৬ মে ২০২২, ০৫:৪১  | প্রকাশিত :  ০৬ মে ২০২২, ০৫:৪১

স্থগিত থাকা ১৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণের পুনরায় তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়ে সংশ্লিষ্ট সিনিয়র জেলা/ জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা পাঠিয়েছে।

আগামী ১৫ জুন এ ১৬ ইউপির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব ইউপিতে বিভিন্ন কারণে ভোট স্থগিত হয়েছিল।

এসব ইউপির মধ্যে রয়েছে- পাবনা সদরের ভাঁড়ারা, ভোলার চরফ্যাশনের ঢালচর, বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর, ব্রাহ্মণবাড়িয়া সদরের নাটাই (দক্ষিণ), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের দুর্লভপুর, শরীয়তপুর সদরের চিতলিয়া, দিনাজপুর সদরের চেহেলগাজী, জয়পুরহাটের পাঁচবিবির আওলাই, মাগুরা সদরের বগিয়া, চাঁদপুর সদরের হানারচর, মতলব উত্তরের জহিরাবাদ, সিলেটের গোপালগঞ্জের বুধবারীবাজার, ফরিদপুরের চরভদ্রাসনের চরঝাউকান্দি, কুমিল্লার দেবীদ্বারের ভানী, সিলেটের জকিগঞ্জের সুলতানপুর ও কাজলসার ইউনিয়ন।

ইসি জানায়, মামলাজনিত বা সীমানা জটিলতা বা চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুর কারণে এবং নির্বাচন বাতিল করার কারণে এসব ইউপির ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। এসব ইউপির কোনো কোনোটির সম্পূর্ণ বা চেয়ারম্যান পদে পুনঃ তফসিল বা পুনরায় মনোনয়নপত্র গ্রহণের প্রয়োজন হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত