বাউল শিল্পী মনিমালা সরকারের উপর সন্ত্রাসী হামলা
রুবেল মাহামুদ, গাজীপুর প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রতীক ভালুকা ৬ নং ইউনিয়নের চেয়ারম্যান শিহাব আমিন খানের বিরোদ্ধে সতন্ত্র প্রার্থীর হয়ে নির্বাচন করায় গতকাল সকাল আনুমানিক ১০টার দিকে মেহেরাবাড়ীর নূহু মন্ডলের উপর আক্রমণ করেন ভালুকা ৬নং ইউনিয়নের চেয়ারম্যান শিহাব আমিন খানের ছোট ছেলে আশিক আমিন খান ও তার সন্ত্রাসী বাহিনী।
দিন দুপুরে নূহু মন্ডলের উপর প্রকাশ্যে গুলি ছুড়ে আশিক আমিন খান ।যার প্রমাণ উপস্থিত এলাকাবাসী। ঘটনাস্থলে দৌড়ে এক ঘরে আশ্রয় নিয়ে গুলি থেকে রক্ষা পায় নূহু মন্ডল।
আশিক আমিন খানের হাত থেকে নূহু মন্ডল পালিয়ে রক্ষা পেলেও রক্ষা পায়নি তার স্ত্রী বাউল শিল্পী মনিমালা সরকার, গুলির শব্দ শুনে হৈচৈ কান্না শুরু করে ঘর থেকে বেড়িয়ে আসলে নূহু মন্ডলের স্ত্রী বাউল শিল্পী মনিমালা সরকারকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে আশিক আমিন খান।
মনিমালা সরকারের অবস্থা এখন আশঙ্কাজনক তিনি এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
এ বিষয়ে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন নূহু মন্ডল ও তার পরিবার।
বাবা দুই দুইবারের চেয়ারম্যান এই ক্ষমতার দাপটে দিন দুপুরে প্রকাশ্য অস্ত্র নিয়ে ঘুরে সাধারণ মানুষের উপর আক্রমণ করলো আশিক আমিন খান। অথচ এই আশিক এবং তার বাহিনীকে কিছু বলার মতো কোন ব্যক্তি নেই।
ঘটনাটি সুষ্ঠ তদন্ত করে ৬নং ভালুকা ইউনিয়ন চেয়ারম্যান শিহাব আমিন খানের ছোট ছেলে আশিক আমিন খানকে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।
ভালুকা থানার ওসি বলেন, ইতিমধ্যে অভিযোগ পেয়েছি এবং সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় এনে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত