নাঈমের জোড়া আঘাতে বাংলাদেশের স্বস্তি
ম্যাথিউসের সঙ্গে জুটি গড়ে বড় স্কোরের দিকে যাচ্ছিলেন দীনেশ চান্দিমাল। তাকে এলবির শিকার বানিয়ে ফেরানোর পর একই ওভারে ডিকওয়েলাকে বোল্ড করেন নাঈম হাসান। ১১৬ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩২৭ রানে লাঞ্চ বিরতিতে গেছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার লক্ষ্য ৫০০ রান অন্যদিকে ৪০০ রানে লঙ্কানদের আটকে রাখার পরিকল্পনা নিয়ে মাঠে নামে দুই দল। কিন্তু প্রথম সেশনে বাংলাদেশের নির্বিষ বোলিংয়ে বড় স্কোরের পথে শ্রীলঙ্কা। প্রথম দিন সফরকারীদের পথ দেখানো ম্যাথিউস দ্বিতীয় দিনেও দাপট ধরে রেখেছে। ১৪৭ রানে ব্যাট করছেন তিনি। অথচ দিনের চতুর্থ ওভারেই তাকে ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু নিজেদের ভুলে সেই সুযোগ হারিয়ে হতাশায় পুড়তে হলো মুমিনুলদের।
৯৪তম ওভারে খালেদের বল ম্যাথিউসের ব্যাট ছুঁয়ে কিপারের গ্লাভসে জমা পড়ে। কিন্তু বাংলাদেশের দলের কেউই সেটি বুঝতে পারেনি। বোলার খালেদও কোনো আবেদন করেনি। অথচ জোড়ালো আবেদন করলেই ম্যাথিউসকে সাজঘরে পাঠানো যেত। কিন্তু হেলায় সেই সুযোগ হারিয়েছে স্বাগতিকরা।
প্রথম সেশনে কেবল দুটি উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। তরুণ স্পিনার নাঈম হাসান ফিরিয়েছেন দিনেশ চান্দিমালকে। ৬৬ রানে তার প্রতিরোধ ভেঙেছেন নাঈম। এরপর ব্যাট করতে নামা নিরোসান ডিকওয়েলাকেও আউট করলেন নাঈম। হতাশার সেশনের শেষ দিকে এসে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে বড় স্বস্তিই দিলেন তরুণ এই স্পিনার।
প্রথমদিন ২৫৮ রান নিয়ে দিনশেষ করেছে শ্রীলঙ্কা। ১১৪ রান নিয়ে সেঞ্চুরিয়ান ম্যাথিউস ও তার সঙ্গী চান্দিমাল অপরাজিত ছিলেন ৩৪ রানে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত