তামিমকে টি-২০ ক্রিকেটে ফেরানোর চেষ্টায় ব্যর্থ বিসিবি

| আপডেট :  ১৮ মে ২০২২, ১২:৪৬  | প্রকাশিত :  ১৮ মে ২০২২, ১২:৪৬

২০২০ সালের মার্চের পর আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি তামিম ইকবাল। ছিলেন না গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও। চলতি বছরের ২৭ জানুয়ারি টি-২০ ফরম্যাট থেকে ছয় মাসের বিশ্রামের ঘোষণাও দেন তিনি। বিশ্রামটা একপ্রকার অবসর ইঙ্গিত করে বলেছিলেন, যদি দরকার পড়ে ফিরবেন।

তবে অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা তাকে ফেরানোর চেষ্টা করেছেন। তবে ব্যর্থ হয়েছেন বিসিবি। দ্রুতই তামিম জানিয়ে দেবেন তার সিদ্ধান্ত।

মঙ্গলবার ( ১৭ মে) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘তামিম ইকবাল অন্যতম সিনিয়র ক্রিকেটার। ও নিজের অবস্থান নিজেই ভালো বুঝে। এ নিয়ে তার সঙ্গে অনেক আলোচনা হয়েছে আমাদের। সে আপনাদের কাছে বলেছে তার পরিকল্পনা, এরপর আমাদের কিছু বলার আছে?’ তিনি আরও বলেন, ছয় মাস পার হয়ে গেলে সে থাকবে কী না এটা তার মুখ থেকে শুনবেন। আমি সেটা বলতে পারছি না। তবে এটা (বিশ্বকাপে খেলানো) মনে হয় কঠিন।’

এদিকে হুট করে টেস্ট ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদুল্লাহ রিয়াদ। হুট করে সরে যাওয়ায় বিসিবি সভাপতি পাপন, বোর্ড নির্বাচকরা ক্ষুব্ধ হয়েছেন। তবে মেনে নিয়েছেন তার সিদ্ধান্ত। ইচ্ছার ওপর জোর করা কঠিন। তামিমের ছয় মাসের বিশ্রামের সিদ্ধান্ত মেনে নিয়েছে বোর্ড। তিনি অবসরের সিদ্ধান্ত নিলেও বোর্ড তার প্রতি সম্মান জানাবে বলে উল্লেখ করেছেন জালাল ইউনুস।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত