পটুয়াখালীতে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ৩
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খালিদ সাইফুল্লাহ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার বন্ধুসহ আরও তিনজন।
বুধবার (১৮ মে) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।
তিনি বলেন, মঙ্গলবার (১৭ মে) দিনগত রাতে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের সাগর সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত খালিদ উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রামের মকবুল ফরাজীর ছেলে।
জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে খালিদ ও সাকিব নামের দুই বন্ধু মোটরসাইকেল যোগে কলাপাড়া থেকে কুয়াকাটা যাচ্ছিল। পথে মহিপুরের সাগর সিনেমা হলের সামনে বিপরীত দিকে থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাইকে থাকা চারজন গুরুতর আহত হন।
এ অবস্থায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল নেওয়ার পথে খালিদের মৃত্যু হয়। আহত অপর দু’জন হলেন বেল্লাল ও বাদল।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত