দুমকিতে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ হলেন যারা
জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে ১৯ মে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দুমকি টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজ থেকে মোঃ জামাল হোসেন, শ্রেণি শিক্ষক মোঃ বাহাউদ্দিন, রেঞ্জার শিক্ষক নারগীস পারভীন, সাধারণ কলেজ পর্যায়ে সরকারি জনতা কলেজ থেকে মোঃ আঃ লতিফ হাওলাদার, শ্রেনী শিক্ষক কদমতলা কলেজ থেকে মোঃ জামাল হোসেন, মাদ্রাসা পর্যায়ে দক্ষিন মুরাদিয়া মহিলা ফাজিল মাদ্রাসা থেকে প্রতিষ্ঠান প্রধান মাওঃ মোঃ শাহজালাল, শ্রেণি শিক্ষক পার্থ সারথী দাস, মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠান প্রধান সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে মোঃ জাকির হোসেন, মাধ্যমিক পর্যায়ে শ্রেণি শিক্ষক আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে শংকর চন্দ্র মিত্র, স্কাউট শিক্ষক মোঃ আসলাম হাওলাদার ও মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী দুমকি একে মাধ্যমিক বিদ্যালয় থেকে মোঃ এনামুল হক ইমন।
এছাড়া উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহনকারী বিজয়ী হয়েছেন তাদের তালিকা জেলায় প্রেরন করা হয়েছে বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা বদরুননাহার ইয়াছমিন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত