পটুয়াখালীতে ট্রলিগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

| আপডেট :  ২০ মে ২০২২, ১১:২২  | প্রকাশিত :  ২০ মে ২০২২, ১১:২২

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ইট বাহী একটি ট্রলি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহতের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় নিহত ওই চালকের নাম রুবেল ব্যাপারী (৩০) রুবেল দশমিনা উপজেলার আরোজবাগী গ্রামের ইদ্রিস বেপারীর ছেলে।

শুক্রবার (২০ মে) বিকাল ৪টায় বাউফলের দাসপাড়া-নওমালা ও লোহালিয়া সড়কের খেজুর বাড়িয়া তালুকদার বাড়ীর সামনে এ ঘটনা ঘটেছে।

রুবেল ওই সময় ট্রলিতে ইট নিয়ে যাচ্ছিলেন। পথে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে রুবেল গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সাইদুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে দেখি হাসপাতাল থেকে স্বজনরা লাশ নিয়ে চলে গেছে। ময়না তদন্তের জন্য আমরা লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত