আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে পবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের শোক

| আপডেট :  ২০ মে ২০২২, ১১:৩১  | প্রকাশিত :  ২০ মে ২০২২, ১১:৩১

জুবায়ের ইসলাম,দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ “ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফের্রুয়ারি আমি কি ভূলতে পারি” অমর একুশে’র গানের রচয়িতা, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, সাহিত্যিক ও সাংবাদিক কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী গতকাল ১৯/০৫/২০২২ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎস্যাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ————-রাজিউন)। তার মৃত্যুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন।

এক শোক বার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে তিনি বলেন, তাঁর এই মৃত্যুতে জাতি একজন প্রগতিশীল, সৃজনশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন অগ্রপথিককে হারালো। তিনি তার কর্মগুণেই আমাদের কাছে স্মরনীয় হয়ে থাকবেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত