চলন্ত বাসে তরুণী ধর্ষণ: ৪ জনের ৩ দিনের রিমান্ড
সাভারের আশুলিয়ায় তরুণীকে চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৪ আসামির ৩ দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। এর আগে, গ্রেপ্তারকৃত ছয় জনকে আদালতে হাজির করে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত তার পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। শনিবার () সকালে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী তরুণী। এ ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশ। জব্দ করা হয় ওই বাসটি। শুক্রবার রাত ১টার দিকে আশুলিয়া বাজারের এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি জানিয়েছেন, গতরাতে ভুক্তভোগী ওই তরুণী টঙ্গী যাওয়ার উদ্দেশ্যে আশুলিয়া থেকে বাসে ওঠেন। বাসটি কিছুদূর যাওয়ার পর টঙ্গী না গিয়ে আবারও আশুলিয়ার দিকে ফিরে আসে। সেসময় গরুর হাট এলাকায় অভিযুক্তরা ওই তরুণীকে ধর্ষণ করে। এসময় ওই তরুণীর সঙ্গে থাকা তার ভাই চিৎকার করলে বাসটিকে পুলিশ ধাওয়া করে অভিযুক্তদের আটক এবং ভুক্তভোগীদের উদ্ধার করা হয়। সকালে ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। অভিযুক্তরা সবাই পরিবহন শ্রমিক।
আটকরা হলেন, ঢাকার তুরাগ থানার গুলবাগ ইন্দ্রপুর ভাসমান গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিয়ান (১৮), কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তারাগুনা এলাকার মৃত আতিয়ারের ছেলে সাজু (২০), বগুড়া জেলার ধুনট থানার খাটিয়ামারি এলাকার সুলতান মিয়ার ছেলে সুমন (২৪), নারায়নগঞ্জ জেলার বন্দর থানার ধামঘর এলাকার জহুর উদ্দিনের ছেলে মনোয়ার (২৪) ও বগুড়া জেলার ধুনট থানার খাটিয়ামারি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে সোহাগ (২৫) এবং বগুড়া জেলার ধুপচাচিয়া থানার জিয়ানগর গ্রামের সামছুলের ছেলে সাইফুল ইসলাম (৪০)।
তারা সবাই তুরাগ থানার কামারপারা ভাসমান এলাকায় ভাড়া থেকে আব্দুল্লাহপুর-বাইপাইল-নবীনগর মহাসড়কে মিনিবাস চালায় বলে প্রাথমিকভাবে জানা যায়।
এর আগে, আশুলিয়া থানার পরিদর্শক আব্দুর রশিদ (অপারেশনস) জানান, জড়িতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত