ময়মনসিংহে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেড় একর জমি উদ্ধার

| আপডেট :  ২১ মে ২০২২, ১০:২০  | প্রকাশিত :  ২১ মে ২০২২, ১০:২০

ময়মনসিংহ করেস পন্ডেন্ট : ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব সড়কের ৭ম তম কিঃমিঃএ অবস্থিত গাজীপুর বাজার ও তৎসংলগ্ন স্থানের দুইপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ৬৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেড় একর জমি উদ্ধার করেছে সড়ক ও জনপথ।

শনিবার (২১ মে) দুপুরে জেলার গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গাজিপুর এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসক’র কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুর রহমান ও নান্দাইল সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম
এই অভিযান পরিচারনা করেন।

এ সময় ঈশ্বরগঞ্জ সড়ক শাখার উপ-সহকারী প্রকৌশলী শেখ মোজাম্মেল হক,সার্ভেয়ার মোঃ মঞ্জুরুল ইসলাম ও গৌরীপুর থানার পুলিশ উপস্থিত ছিলেন।

ঈশ্বরগঞ্জ সড়ক শাখার উপ-সহকারী প্রকৌশলী শেখ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ-কিশোরগঞ্জ আন্চলিক মহাসড়কের পাশে গাজিপুর নামক স্থানে সড়কের সরকারি জায়গা দখল করে একটি প্রভাবশালী মহল অবৈধ বাজার বসিয়েছিল। তাদের একাধিকবার নোটিশ করার পরও দখল ছাড়েননি। এঅবস্থায় অভিযান পরিচালনা করে আধাপাকা ঘরসহ ৬৫টি স্থাপনা উচ্ছেদ করে দেড় একর জমি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত