সৈকতে ভেসে এসেছে জীবিত মা ডলফিন
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৮ ফুট দৈর্ঘ্যরে একটি জীবিত ইরাবতি মা ডলফিন। রবিবার সকাল নয়টায় সৈকতের তিন নদীর মোহনায় ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয়।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ডলফিনটির শরীরে বেশ কিছু আঘাতে চিহ্ন রয়েছে। এটি জালে পেচানো ছিলো। এটি জীবিত অবস্থায় ভেসে আসে। পরে দশটার দিকে এটি মারা যায়। এটির পেটে বাচ্চা রয়েছে।
ওয়ার্ল্ডফিসের জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, এই প্রথম সৈকতে জীবিত ইরাবতি প্রজাতির মা ডলফিন ভেসে এসেছে। ডলফিনটি ভেসে আসার কারন অনুসন্ধানে আমরা গহবেষনা করছি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত