বিয়ের প্রলোভনে দীর্ঘ ১৩ বছর ধরে শারীরিক সম্পর্ক!

| আপডেট :  ২২ মে ২০২২, ১১:২১  | প্রকাশিত :  ২২ মে ২০২২, ১১:২১

ময়মনসিংহ করেস পন্ডেন্ট : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দেলোয়ার হোসেন (২৮) নামে এক প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছে প্রেমিকা। এরপর থেকেই উধাও প্রেমিক দেলোয়ার।

দেলোয়ার হোসেন উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।

উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের ইউপি সদস্য মোঃমতিউর রহমান গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার (২১ মে) বিয়ের দাবিতে ওই তরুণী দেলোয়ার হোসেনের বাড়িতে অবস্থান নেয়। পরে রাতে বিষয়টি থানায় জানালে পুলিশ ওই উদ্ধার করে তার নিজের বাড়িতে দিয়ে আসেন। কিন্তু, সকালে আবারও ওই তরুণী দেলোয়ার’র বাড়িতে চলে আসে।

তরুণী জানায়, স্কুল জীবন থেকে দেলোয়ারের সাথে তার প্রেমের সম্পর্ক। দীর্ঘ ১৩ বছর যাবৎ ওর সাথে আমার সম্পর্ক চলে আসছে। প্রেমের ওই সম্পর্কে বিয়ের আশ্বাসে দেলোয়ারের সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। সম্প্রতি জানতে পারি, গত বৃহস্পতিবার তার অন্য জায়গায় বিয়ে করছে।তাই বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান নিয়েছি। যদি বিয়ে না করে তাহলে আমি আত্মহত্যা করব।এ বিষয়ে তরুণীর বড় ভাই গণমাধ্যমকে বলেন, আমি ধর্ষণের অভিযোগ দিতে থানায় যাচ্ছি,পরে বিস্তারিত জানানো হবে।

তবে এ বিষয়ে দেলোয়ারের মোবাইলে একাধিক বার কল দিয়ে ফোনটিও বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে শনিবার দ্বিবাগত রাতে ওই তরুণীকে তার নিজের বাড়িতে পাঠিয়েছে পুলিশ। আবারও ওই তরুণী বিয়ের দাবিতে অবস্থান করছে কিনা বিষয়টি জানা নেই। তবে, লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত