র‍্যাঙ্কিংয়ে লিটন-মুশফিক-তামিমের বড় লাফ

| আপডেট :  ২৬ মে ২০২২, ০১:২১  | প্রকাশিত :  ২৬ মে ২০২২, ০১:২১

চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তামিম ইকবাল ও মুশফিকুর রহীম পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। অল্পের জন্য সেঞ্চুরি মিস হয় লিটনের। তারপরও তামিম-মুশফিকের সঙ্গে আইসিসির সদ্য ঘোষিত টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন লিটন। চার ধাপ এগিয়েছেন মুশফিক। মুশফিক লিটনের থেকেও তামিমের লাফটা ছিল বেশ বড়। এক লাফে আট ধাপ এগিয়ে গেলেন এই ড্যাশিং ওপেনার।

আইসিসির সর্বশেষ ঘোষিত টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৬৬২ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে অবস্থান করছেন লিটন দাস। চট্টগ্রাম টেস্ট মাত্র ১২ রানের জন্য সেঞ্চুরি করতে না পারা লিটনের অবস্থান এখন ১৭তম স্থানে। এর আগে গত মার্চেই সেরা র‍্যাঙ্কিং ১২তম স্থানে উঠে গিয়েছিলেন তিনি। মাঝে আট ধাপ পিছিয়ে পড়েছিলেন। তবে ঢাকা টেস্টে সেঞ্চুরি পেয়েছেন এ ব্যাটার। নিঃসন্দেহে আইসিসির পরবর্তী র‍্যাঙ্কিং ঘোষণায় ভালো কিছু অপেক্ষা করছে লিটনের জন্য।

প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৫ হাজার রান করা মুশফিক মুশফিক বর্তমানে আছেন টেস্ট র‍্যাঙ্কিংয়ের ২৫তম স্থানে। মুশফিকের রেটিং পয়েন্ট ৬১৭ । বড় লাফে তার খুব কাছে চলে এসেছেন তামিম। ৬০৯ রেটিং পয়েন্ট নিয়ে ২৭তম স্থানে উঠে এসেছেন দেশ এই সেরা ব্যাটসম্যান। তবে লিটনের মতো ঢাকা টেস্টে দারুণ এক সেঞ্চুরি করেছেন মুশফিকও। তাই পরবর্তী র‍্যাঙ্কিং ঘোষণায় বড় লাফ দিতে পারেন মুশফিকও।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত