সাকিব-লিটনের জুটিতে ১০০ পার বাংলাদেশের
চলতি ম্যাচেই প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাস গড়েছিলেন ২৭২ রানের জুটি। এবার দ্বিতীয় ইনিংসে সাকিব আল হাসানকে নিয়ে ষষ্ঠ উইকেটে জুটি বেঁধেছেন লিটন। এ নিয়ে টেস্ট ক্রিকেটে গত দুই বছরে ষষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ গড় বাংলাদেশের।
এই জুটিতেই একশ পেরোলো বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১০০ রান। ইনিংস পরাজয় এড়াতে প্রয়োজন আরও ৪১ রান। সাকিব ২০ ও লিটন খেলছেন ৩১ রান নিয়ে। মুশফিক ফিরে গেছেন ২৩ রান করে।
এদিকে কিছুটা আশার আলো দেখাচ্ছিল মুশফিকুর রহিম ও লিটন দাসের জুটি। কিন্তু সে আলো নিভে যায় দিন শুরুর ৩৬ মিনিটের মাথায়। দিনের অষ্টম ওভারেই সাজঘরের পথ ধরলেন অভিজ্ঞতম ব্যাটার মুশফিক।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত