দুমকিতে পেট্রোল দিয়ে নারীকে মারলেন প্রাক্তন স্বামী

| আপডেট :  ২৭ মে ২০২২, ০৪:১৯  | প্রকাশিত :  ২৭ মে ২০২২, ০৪:১৯

জুবায়ের ইসলাম, দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলায় ঘুমন্ত অবস্থায় ইতি আক্তার (২৬) নামে এক নারীকে শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তার ডিভোর্স দেওয়া স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ মে) রাত দুইটার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ধোপরহাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইতি আক্তার ধোপরহাট গ্রামের আবদুল মান্নান খানের মেয়ে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭ বছর আগে ঢাকায় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নুর আলীর ছেলে জলিল (৩২) এর সঙ্গে ইতি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জলিল যৌতুকের দাবিতে ইতিকে মারধর করে আসছিলো। প্রায় ৫ বছর আগে ইতি ঢাকা থেকে তার বাবার বাড়ি চলে আসে এবং তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। স্বামীর অত্যাচার সইতে না পেরে ইতি এক সপ্তাহ আগে তার স্বামীকে ডিভোর্স দেয়। পরে গতকাল গভীর রাতে জলিল ঢাকা থেকে তার শ্বশুর বাড়িতে পৌঁছে ঘুমন্ত ইতিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারে। এসময় বিষয়টি ইতির বাবা দেখে ফেললে জলিল দৌড়ে পালিয়ে যায়।

দুমকি থানার ওসি আবদুল সালাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত