কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে পটুয়াখালীতে শুভেচ্ছা মিছিল

| আপডেট :  ২৭ মে ২০২২, ১১:০৫  | প্রকাশিত :  ২৭ মে ২০২২, ১১:০৫

পটুয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কমিটিতে সুলতান সালাউদ্দিন টুকু কে সভাপতি ও আবদুল মোনায়েম মুন্না কে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় পটুয়াখালীতে শুভেচ্ছা মিছিল করেছে জেলা যুবদল।

শুক্রবার বিকাল ৫.৩০ মিনিটে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড. তৌফিক আলী খান কবির এর নের্তৃত্বে শহরের পুরান বাজার এলাকা থেকে শুরু করে জেলা যুবদল কার্যালয়ে গিয়ে এ মিছিল শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ নুরুল আমিন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম সুজন,পৌর যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, দুমকি উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, বাউফল উপজেলা যুবদলের সদস্য সচিব বশির উদ্দিন পঞ্চায়েত। দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক জাকির আলম মিলন, সাইদুর রহমান খান, , মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নাসির উদ্দীন , যুগ্ম- আহবায়ক জাকারিয়া প্রমুখ।

এ সময় জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড. তৌফিক আলী খান কবির বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, যুবদলের নবগঠিত কমিটির নের্তৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত