ফখরুল হবেন স্বরাষ্ট্র ও এলজিআরডি মন্ত্রী

| আপডেট :  ২৮ মে ২০২২, ০১:৪৪  | প্রকাশিত :  ২৮ মে ২০২২, ০১:৪৪

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকার বদল হলে বিএনপিই সরকার গঠন করবে। সরকার গঠন হলেই মির্জা ফখরুল যা চাইবেন, তাকে তা দেওয়া হবে। তবে দলের মহাসচিব হিসেবে তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রিত্ব পাবেন। তার উপরন্তু তাকে স্বরাষ্ট্রমন্ত্রী পদেও বসানো হবে।

সারা দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁওয়ে বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু পুলিশসহ সরকারি দপ্তরের কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ঠাকুরগাঁওয়ে যারা চাকরি করতে আসবেন। বুঝে শুনে আসবেন। এখান থেকে চলে গেলেই কী মুক্তি পাবেন। তা কখনো না। ধরে এনেই বিচার করা হবে। যেমনটি আওয়ামী লীগকেও বিচারের মুখোমুখি হতে হবে। হয় ছুটি নেন, তা না হলে বউ নিয়ে বিদেশ যান এমন কথাও বলেন দুদু।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পরই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত