দুমকিতে কৃষক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি ছাত্রদল কর্তৃক কটূক্তির প্রতিবাদে দুমকি উপজেলা কৃষক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫টায় দুমকির নতুন বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শেষে উপজেলা কৃষক লীগের আহবায়ক আলহাজ্ব আজাহার আলী মৃধ্যার সভাপতিত্বে যুগ্ন আহবায়ক শাহ আলম রনির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আমিনুল ইসলাম সালাম, সৈয়দ গোলাম মর্তুজা, মিজানুর রহমান সিকদার, দপ্তর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলাম, গাজী নজরুল ইসলাম মাওলানা আলমগীর হোসেন, মুজিবুর রহমান মাস্টার, ফোরকান আলী মৃধা, ওয়াহিদুর রহমান শহীদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ইউনুচ আলী মৃধা, উপজেলা শ্রমিকলীগ সভাপতি খন্দকার মোশাররফ হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন, মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ ফজলুল হক, শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসিরউদ্দিন মৃধ্যা প্রমুখ।
বক্তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি ও ছাত্রদল কতৃক কটুক্তির তীব্র প্রতিবাদ করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত