মাহমুদ হাসান সুমন’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ময়মনসিংহ করেস পন্ডেন্ট : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আ.লীগের কাউন্সিলকে বাস্তবায়ন করার লক্ষে, ইউনিয়নে ইউনিয়নে কর্মী সম্মেলন করে যাচ্ছেন। ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের ২বারের নির্বাচিত উপজেলা পরিষদের চেয়াম্যান, উপজেলা আ.লীগের সভাপতি পদপ্রার্থী মাহমুদ হাসান সুমন।
শনিবার (২৮ মে) দুপুরে জেলা পরিষদ হলরুমে তারুন্দিয়া ইউনিয়নের নেতা কর্মীদের নিয়ে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন তারুন্দিয়া ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি আব্দুস ছাত্তার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বজলুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইয়া সুমন, ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি সাইদুল গণী ভূইয়া রুমন, উপজেলা যুবলীগের সাবেক সদস্য মোশারফ হোসেনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবকলীগ, মৎস্যজীবীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত