এ বারও আইপিএলে কোহলীর হাত শূন্য, ফাইনালে মুখোমুখি রাজস্থান-গুজরাত
প্রথমে ব্যাট করে বড় রান করার প্রয়োজন ছিল বেঙ্গালুরুর। কিন্তু শুরুতেই মাত্র সাত রান করে ফিরে যান বিরাট। এলিমিনেটরে ইডেনের মাঠে শতরান করা রজত পাটীদার শুক্রবার ৫৮ রান করেন। দলের হয়ে সব থেকে বেশি রান তাঁরই। কিন্তু বাকিদের থেকে খুব বেশি সাহায্য পেতে দেননি রাজস্থানের বোলাররা। প্রসিদ্ধ কৃষ্ণ ইডেনের মাঠে শেষ ওভারে তিনটি ছয় দিয়ে ম্যাচ হেরেছিলেন। সেই আক্ষেপ দ্বিতীয় কোয়ালিফায়ারে ভুলিয়ে দিলেন তিনি। তিনটি উইকেট নিলেন প্রসিদ্ধ। তার মধ্যে ছিল বিরাটের উইকেটও।
মাত্র ১৫৭ রান তোলে বেঙ্গালুরু। বাটলারের বিরুদ্ধে সেই রান খুবই কম ছিল। ইংরেজ ব্যাটার অপরাজিত থাকলেন ১০৬ রানে। তিনি একাই শেষ করে দিলেন বেঙ্গালুরুকে। জস হ্যাজেলউড দু’টি উইকেট পেলেও সে ভাবে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেননি কোনও বোলারই।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত