দুমকিতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি: ছাত্রদল কর্তৃক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে দুমকিতে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার বিকাল ৫টায় দুমকির থানা ব্রীজ সংলগ্ন আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নুতন বাজার সিনেমা হল এলাকায় এক সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম সালাম, সৈয়দ গোলাম মর্তুজা, মাওলানা আলমগীর হোসেন সুলতান আহমেদ মোল্লা, ফোরকান আলী মৃধা, যুগ্ন সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ফোরকান আলী মৃধা, মুরাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক সৈয়দ ফজলুল হক, শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন মৃধা, কৃষকলীগ সভাপতি আজহার আলী মৃধা, যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন, ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম জীবন, সাধারণ সম্পাদক সবুজ সিকদার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। বক্তারা ছাত্রদল কতৃক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির নিন্দা ও হুমকি দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত