৯ ঘণ্টা পর কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে, নিহত বেড়ে ১৮
নয় ঘণ্টা পর চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।
রোববার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
জেলা পুলিশের এস আই আলাউদ্দিন জানিয়েছেন, এই ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন মারা গেছেন। এর মধ্যে দুই জন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত